মা-মা-মা ডাকে সাড়া দিয়ে অবশেষে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ ধরে মাটির পৃথিবীতে অবতীর্না হন।
উৎসবের আয়োজনে, দেবীর বোধনে, মাতৃ-বন্দনায়, নারীশক্তির আরাধনায় কোলাহলমুখর হয়ে ওঠে বিশ্ব চরাচর!
দেবীপক্ষের আনন্দেও তবু নিরাশা জাগে।
মনে দ্বন্দ্ব জাগে...
একি সত্যিই দেবীর বোধন!
একি সত্যিই মাতৃ বন্দনা!
একি সত্যিই নারী শক্তির আরাধনা!!
নাকি শুধুমাত্র রঙিন মোরকে বাঁধা অর্থহীন
বিধি-নিয়ম সর্বস্ব চিরাচরিত প্রথার একঘেঁয়ে পুনরাবর্তন!!
সবকিছু কেমন যেন ঠুনকো অন্তঃসারশূন্য মনে হয়!
পৃথিবী নামক মরু উপত্যকায় যেখানে পুরুষতন্ত্রের আস্ফালন আর পৌরুষের ঔদ্ধত্বের কাছে যুগ-যুগ ধরে নারীকে তার নারীজন্মের ঋণ পরিশোধ করে যেতে হয়....
সেখানে আদৌ কি দেবীর বন্দনা হয়!
সত্যিই কি দেবীপক্ষ আসে??
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)