কালকে রাতে দেখেছিলাম
পূর্ণিমা-চাঁদ উঠতে...
ডানা মেলে জ্যোৎস্না-পরীর
মিষ্টি হাসি ফুটতে।
চাঁদকে ঘিরে মেঘের দল
আঁটছিল অভিসন্ধি...
জ্যোৎস্না-পরী ভীষণ ভয়ে
স্বেচ্ছায় গৃহবন্দি।
চাঁদের দেশেও স্বেচ্ছাচার
দস্যু মেঘের হুকুম...
কালো মেঘে চাঁদকে ঢেকে
স্বেচ্ছাচারীর জুলুম।
অত্যাচারী বজ্রমেঘের
গগনভেদী হুঙ্কারে...
সদ্য ফোটা কুসুম-কলি
অকালে ঝরে পড়ে।
বাদলা মেঘ এলো বুঝি
সর্বদা তার ভয়...
ঐ আকাশে মেঘের দেশে
চাঁদও স্বাধীন নয়।
বর্ষা শেষে আসবে শরৎ
স্বাধীন হবে চাঁদ...
জ্যোৎস্না আবার উঠবে হেসে
দূর হবে সন্ত্রাস।।
---------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)