ঈশ্বর-চন্দ্র নাম তাঁর
দয়ার সাগর তিনি...
বিদ্যাসাগর নামেই তাঁকে
বিশ্ববাসী চিনি।
বীরসিংহের বীরপুরুষ
পাই না খুঁজে দুটি...
অন্ধ সমাজ সংস্কারের
ঝাঁকিয়ে ছিলেন ঝুঁটি।

ঈশ্বর রূপে ঈশ্বর-চন্দ্র
প্রতীক মানবতার...
শেকড় ধরে টান মেরেছেন
সতীদাহ প্রথার।
ভারত-মায়ের বীর সন্তান
সেরা জগৎময়...
বর্ণের সাথে করিয়েছিলেন
সবার পরিচয়।

অন্ধকারের গুহা থেকে
সরিয়ে আঁধার কালো...
নারীজাতির শিক্ষাভূমে
জ্বালিয়েছিলেন আলো।
দারিদ্রতার দুয়ার ভেঙে
দেশ ও দশের একজন...
তাঁর দেখানো পথে ধরেই
এলো নারী-জাগরণ।

তবুর দেশে অহরহ
নারীর অসম্মান...
হীন কাপুরুষের থাবায়
পুড়ছে নারীর মান।
পণের আগুনে জ্বলছে বধূ
ভ্রূণেই কন্যা শেষ...
করুণা-সাগর ঈশ্বর-চন্দ্র
এই কি তোমার দেশ?
------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)
(ঈশ্বর-চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০১তম
জন্মবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি🙏)