ভোজ্য তেলের আগুন দর
দ্বিগুন বেশি ঝাঁজ...
কর্তা বলেন--"গিন্নি,এবার
জলেই ভাজো মাছ!"
গ্যাসের মূল্য হুহু করে
বাড়ছে দিনে দিনে...
কর্তা এলেন বাজার থেকে
কয়লা উনান কিনে।

          ঘুঁটের ধোঁয়ায় চক্ষু জ্বলে
           গিন্নি ক্ষেপে লাল....
           ঝাঁজিয়ে বলেন--"বাপের বাড়ি
           যাবোই আমি কাল!"
           দ্রব্যমূল্য জেট গতিতে
           বেড়েই চলে রোজ...
           কর্তাবাবুর 'মন কি বাত'-এর
           কেউ রাখে না খোঁজ!
---------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)