এক যে আছে আজব দেশ
সবরকমের ভুয়ো....
ভূতের মাথায় ভগবান
হাত তুলে দেন দুয়ো।
সেই দেশেরই রঙ্গ কত
আজব কান্ডকারখানা...
ভূত ভগবান ভন্ড সাধু
আসল-নকল যায় না চেনা।
সুপ্ত মনে কার কে জানে
লুকিয়ে আছে গুপ্তচর...
কার পিঠে কে মারছে ছুরি
ভাঙছে দেয়াল সুখের ঘর।
কার ঘরে কে মারছে উঁকি
পাতছে আড়ি চুপিচুপি...
হাঁড়ির খবর জানতে কারা
ফোনের ভেতর দিচ্ছে টুকি।
আজব দেশের আজব কথা
বলব কত ভাই...
মন্দ-ভালোর দ্বন্দ্বে জীবন
ছন্দে চলাই দায়।
----------------------------------
✍️সুলেখা রায়।(কলকাতা/ভারত)