তুমি নিরাশ করে বল,'আশা সেতো মরিচিকা;
আমি বলি,'আশা মানে আরেকটা দিনের জন্য বাঁচা';
এই নিয়ে চলে আমাদের আমাদের তার্কিক কথোপকথন।
রাত- দিন, মাস-বছর পেরোয়।
একসময় কথারা সব ক্লান্ত হয়ে,
ঘরে ফিরে যেতে চায়।
ভাঙ্গনের সুর বেজে উঠতে চায়,
আমার পুরনো ছয়টি তারে।
ভাঙ্গনের শহরে, ভাঙ্গনের সুর বুকে নিয়ে,
ভাঙ্গনের সন্ধায় আমি আশা'র গান গেয়ে যাই।