পূজো মানে ,আষাঢ় শেষে ফোঁটা প্রথম শিউলি ফুল ,
পূজো মানে , ছুটির ঘন্টা অঙ্ক কষায় ভুল ...
পূজো মানে , শহর শেষে পথের ধারে কাশ ,
পূজো মানে , একঘেয়ে রোজনামচায় একটু অবকাশ ...
পূজো মানে , বছর পরে মায়ের ঘরে ফেরার গান ,
পূজো মানে , মৃণ্ময়ী মা ও খুঁজে পায় প্রাণ ..
পূজো মানে , মায়ের বোধন ভোরের মহালয়া ,
পূজো মানে , তোমার আমার দুর্গা থাকুক নির্ভয়া ...
পূজো মানে , পুরানো তোমায় আবার নতুন করে পাওয়া ,
পূজো মানে , হাজার খারাপ থাকার মাঝেও একটু
ভালো থাকতে চাওয়া ....
পূজো মানে , মায়ের হাতে গুড় নারকেল কড়া পাক ,
পূজো মানে , আরেকটি বার প্রেমে পড়া যাক !!
পূজো মানে , অসুর বধে নারীশক্তির জয় ,
পূজো মানে , দেখো মা গো যেন সবার ভালো হয় ...
পূজো মানে , ধূপ - ধুনো , কাঁসর , ধূনুচি আর ঢাক ,
পূজো মানে , সব স্বপ্নই নিজের উড়ান পাক ...
পূজো মানে , অঞ্জলি , ভোগ , দশমীর সিঁদুর খেলা ,
পূজো মানে , চোখ ছলছল মায়ের বিদায়বেলা ...
পূজো মানে , ঘরে ফিরেও ভালো থেকো মা ,
পূজো মানে , আবার এক বছর প্রতীক্ষা ......