তোমায় ঘিরে স্বপ্ন বোনার দায়ে ,
আজ আমার স্বেচ্ছা নির্বাসন;
ছেঁড়া দু-এক পাতা থাক না আমার কাছে,
তোমার উপন্যাসের চাহিদা ভীষণ ......
তোমার দেশে খুশির খোলামকুচি,
বছরভর বসন্ত সাজে , কৃষ্ণচূড়ার ডালে;
আমার রাজ্য , মৌসুমী বায়ুর ভীষণ প্রিয়,
আকাশের কান্না লুকোয়, নামানো বৃষ্টির আড়ালে ।
আমার কাছে তুমি , আজও ঈশ্বরীয়,
তোমার নামের আওয়াজ, ভোরের আজানের মতো ;
তোমায় নিয়ে কবিতা লিখতে চেয়ে,
কম পরেছে আমার শব্দ ছিল যত .....
আজ থাক না এসব ব্যর্থ কবির লেখা ,
সব রাতের কি আর চাঁদ কপালে জোটে?
ভোরের আলোয় খসে পড়তে হবে জেনেও
রাতের শিউলি, ডালে যত্ন করে ফোঁটে .....
আজও স্থান নেই তোমার, না পাওয়ার গল্পকথায়,
তোমায় মানায় শুধু প্রেমের উপাখ্যানে,
আজও হতে চাই , তোমার ইচ্ছেপূরণ কালে,
খসে পড়া কোনো তারা , শুধু তোমার ওই আসমানে ....