আজ মেঘ করেছে চিলেকোঠার দক্ষিণ কোনে,
বৃষ্টি নামুক উপুড় চুপুড় সারা বেলা,
তোমার দুচোখ জুড়ে, আমার একলা আকাশ,
সেথায় চলছে কেবল মেঘ রোদ্দুর খেলা.....
তোমার চোখেতে মেঘের ঘনঘটা,
পালক পালক ঠোঁট ফুলছে অভিমানে,
বেশি বাসলে ভালো অভিমান ও বুঝি বাড়ে!
রাগ-অনুরাগের হিসেব-নিকেশ প্রেমই শুধু জানে..
বর্ষা আমার চিরদিনই ভীষণ প্রীয়,
তুমি পরলে ঝরে,যেন প্রেমের অঝোর ধারা,
আমার একলা জীবন চলছিল ঠিক তালেই,
এখন দমবন্ধ এক মুহূর্ত তোমায় ছাড়া......
মরুভূমির দেশে মেঘের ভীষণ কদর,
ঠিক যতটা আমি তোমার কাছে ঋণী,
মেঘের কাছে কান্না রেখেছি জমা,
তোমার অভিমানী আদর,সে মেঘের বৃষ্টি দিয়ে কিনি.....