আবার যদি এমন শ্রাবণ দিনে
ফের দেখা ঠিক আজকের মতো ,
আকাশ যেদিন ধূসর কালো মাখে,
অভিমানী মেয়ে যেমন কাজলে লুকোয়
হাজার ক্ষত ....
পারলে সেদিন কিছুটা সময় রেখো হাতে ,
দাঁড়িয়ো জানলা পাশে , বৃষ্টি না থামার বাহানায় ,
দুহাত মাঝের আলোকবর্ষ ব্যবধান ও
দিক হঠাৎ আঙুলে আঙুল ছোঁয়ানোতে সায় ....
বাকি বোঝাপড়া চোখের ভাষাতেই চলুক ,
পারো যদি পোড়ো আমাদের না লেখা উপন্যাস ,
" এ বৃষ্টি থামবে কখন না জানি " বলার মাঝে ,
লুকিয়ে থাকুক বৃষ্টি না যেন থামে চাওয়ার আশ ..
এ জন্য বোধহয় বৃষ্টি , কবির ভীষণ প্রিয় ,
বসন্ত নয় বর্ষা প্রেমের ঋতু ,
ব্যবধান তো বিচ্ছেদ যোগাযোগের ,
প্রেমকে বাঁচিয়ে রাখুক , বর্ষা নামের সেতু .....