কি ভেবে যে আপন মনে
হাসি আসে ঠোঁটের কোণে,-
আধ আধ ঝাপসা বুলি
কোন কথা কয়না খুলি ।
বসে বসে একলা নিজে
লোভী ছেলে ভাবেন কি যে-
শুধু শুধু চামচ চেটে
মনে মনে সাধ কি মেটে ?
একটুখানি মিষ্টি দিয়ে
রাখ আমায় চুপ করিয়ে,
নইলে পরে চেঁচিয়ে জোরে
তুলব বাড়ি মাথায় ক'রে ।