আমি যেখানে এসে থেমেছিলাম
তোমার চলার শুরু
সেখান থেকেই......
যে গানের সুর বেঁধেছিলাম দুজনে
সে গানের স্বরলিপি জ্বালিয়ে দিলে
নিজের হাতে করে
স্বপ্ন হয়ে রয়ে গেল
ঘন বর্ষায় হাত ধরে চলা
শীত দুপুরে পিঠে রেখে পিঠ
গল্প শোনার পালা?
তোমার শুরু হল চলা....
পথের ধারে পড়ে থাকা
আমার আড় বাঁশিটা নিলে
যখন তুলে?
বাজলো না তো বাঁশি,ফোঁপানো ঠোঁট
উঠছে ফুলে ফুলে...
নোনা জল নামল তোমার
রাঙা দু ঠোঁট বেয়ে
বাঁশি আমার উঠলো জেগে
তোমার ছোঁওয়া পেয়ে।