ঘুমাতে পারিনা সারারাত,জেগেথাকে দুচোখ
নির্জন রাত্রিতে।
কি যে ভাবি তা গুছিয়ে বলতে পারিনা
গ্রাস করে এক নিবিড় শূন্যতা....
এক চোখে বর্ষার ভরা নদী
অন্যচোখে বিষাদ, সংশয়
মাঝখানে পুলিশের ব্যারিকেড ভাঙা
উচ্ছন্ন জীবন...
বুকের গভীরে রক্তনদীর পাড় ভাঙার শব্দ
এ ছাই লাটখাওয়া বিড়ম্বিত জীবন যেন
রাজনীতির ঘৃণ্য পালাবদল....
অশক্ত দুটো পা;
অক্ষম দুটো শূন্যহাতে,
শুধুই না পাওয়ার যন্ত্রনা....
নির্জন আকাশের নিচে একা আমি
আমার গা ছুঁয়ে উড়ে যায়
শূন্যতার ঘর গেরস্থালী!