এসোনা একটু পা ছড়িয়ে বসি এই সবুজ সমুদ্র পাড়ে?
নামাবলী রঙা বিকেলে সবুজের সমারোহ
পাশে এসে বসো না আমার প্রার্থিত সবুজ পুরুষ
টিয়ারঙ পাঞ্জাবি পরে,

আমি এঁকে রেখে যাবো সে ছবি
বহুদিন পর কোনো প্রেমিকযুগল এসে যদি বসে
আমার ক্ষীণকটি সবুজসমুদ্র তীরে
তারা কি বলবে না সমুদ্রও সবুজ হয়?
বলবেই......
আমার বাংলা মায়ের আঁচলপাতা যে মাঠে ঘাটে
শস্য শ্যামলা সবুজ প্রান্তরে
তা কি সমুদ্রের মতো নয়?

হে আমার প্রেম! তোমার প্রেমের প্রথম চুম্বন
এঁকে দিয়ে যাও আমার সবুজ সমুদ্রের
সোনারঙা চরণ কমলে!
সবুজ বৃষ্টি ঝরে পড়ুক ক্ষয়িষ্ণু  প্রকৃতির বুকে।