তুমি এলে তাই দ্বিতীয়ার চাঁদেও
পূর্নিমার আভা....
অকাল বসন্ত এল আমার বাগানে
কোকিল গাইল কুহুরবে...
চৈতি হাওয়ার মাতন এখন আমার বুকে
খোঁপায় দোলে বেল কুঁড়ির মালা
পরনে হলুদ রঙা শাড়ি...
শান্ত সমাহিত প্রেমিক প্রবর তুমি
গরদের পাঞ্জাবি, চন্দনের ফোঁটা!
মনে হলো
দুচোখে প্রেমের আহ্বান...

আমি তোমায় শোনালাম
কুমারসম্ভব গান...
পার্বতীর রতি বিহ্বলতা ছুঁয়েছিল আমায়
পুষ্প বাণ ব্যর্থ হলো চোখের পলকে
নির্লিপ্ত উদাস স্বরে বললে তুমি
"এসেছি বিদায় নিতে
এপথ আমার নয়"
আমার ভূবন জুড়ে এখন সূর্যগ্রহণ....