দিনের শেষে আমি যখন
ক্লান্তি মাখা মুখে
সেতার হয়ে তুমি তখন
বাজো আমার বুকে।
ভাঙা ঘরের চালের ফাঁকে
চাঁদের খেলা যখন
পরম সুখে প্রেম জোছনা
মাখি আমি তখন।
ঘাসের ডগায় হীরের শিশির
নিঃশব্দে ঝরে
কেন জানি তোমায় তখন
ভীষণ মনে পড়ে।
ভোরের বাতাস এলোমেলো
নদী পাগলপারা
প্রেম যমুনা উথাল পাথাল
হৃদয় তোমায় হারা।
স্বপ্নে তোমায় ভাঙি গড়ি
স্বপ্নেই গাঁথি মালা
তোমার আসার পথটি চেয়ে
কাটল সারাবেলা।
দিন গড়িয়ে সন্ধ্যা হল
হরেক নানা কাজে
দুগ্গা পূজোয় সবাই এলো
তুমি এলে না যে!
*** *** *** ***
শুক্লা সান্যাল (৮/৯/১৫)