--------------
ব্যাকরণের নিয়ম মেনে বাক্যগঠণ করিনি
উচ্চারণ মেনেছি
ই কার উ কার মাত্রা বসেছে জিভ কে
মেনে
পরীক্ষায় ফেল যথারীতি...
বন্ধুরা বলতো
ছিষ্টি ছাড়া!
কি করি স্বভাব কি যায় ম'লে!
তোমাকে একটু অন্যরকম মনে হতো!
ভাবতাম আমার মতো
আছে তাহলে কেউ?
ভালবাসলাম কোন নিয়ম না মেনে
জানতাম ভালবাসায় কোনো নিয়ম নেই!
বল্গাহীন ভালবাসায়
ছুটলাম....
ক্লান্ত আমি যখন তোমার
চোখের পানে চাইলাম
প্রানের মাঝে ভাবের হিল্লোল!
নিরাসক্ত
শীতল নির্বাক চাহনি তোমার
তুমি বললে কেটেকেটে
জীবন টা ব্যাকরণ বহির্ভূত নয়.....
***********
শুক্লা সান্যাল (১১/১০/১৫)