আমার একফালি আকাশে নীল সাদা
ঢেউ খেলে যায়.....
ভাঙা জানালার ফাঁক গলে যখন একচিলতে
রোদ আসে....
সে উত্তাপে সেঁকে নিই ভিতর বাহির
পরমানন্দে....
আমার একফালি আকাশ আমায় বললো
ভালোবাসো.....
আমি তাই চাঁদের আলোকে ভালবেসে
জ্যোৎস্না স্নান করি.....
আমার জানলার পাশে টগর গাছে বাসা
টুনটুনি পাখির.....
সে আমাকে রোজ গান শোনায়
কি মিষ্টি গান!.....
সুরের প্রবাহে ভেসে যায় আমার
সমস্ত অতীত.....
আমার "আমি"হারিয়ে যায় অতীন্দ্রিয়
নীল নীলিমায়.....
কালো মেঘ উঁকি দেয় আকাশের কোণে
নিয়মমাফিক.....
আমার ছোট্ট একফালি আকাশকে ধরে রাখি
দু হাতের মাঝে.....
তোমার প্রেমময় প্রশান্ত মুখ তখন
সাঁঝতারা..........
*******
শুক্লা সান্যাল (১/১০/১৫)