আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি তার কথা
তার মন.....
চোখ ঝপসা হয় জলে
কাপড়ের খুঁটে মুছে নিয়ে চোখ
আবারো পড়ি....
স্মৃতি গুলো ইতিউতি চায়
ছেঁড়াছেঁড়া স্বপ্ন গুলো পাশদিয়ে
উড়ে যায়.....
ভ্রূক্ষেপও করিনা
একমনে পড়ে যাই তার মন
ভাবনায় ঝড় ওঠে কখনো বা
প্রেম আছে কি?
সে আনন্দ দেয় না দুঃখ?
আনন্দ হাতড়ে বেড়াই
বিশ্বসংসারে.....
ঋতু বদলায়, নদী বয়ে চলে আপন খেয়ালে
আমি একমনে ভাবি তার কথা
যে কোনদিন ভাবেই নি আমাকে....
            *******
শুক্লা সান্যাল (২৭/৯/১৫)