অবসরের বাসনায় মন ব্যাকুল
সংসার মঞ্জুর করে না ছুটি....
পিপাসার্ত মন নিত্যি ধেয়ে চলে
অসীমের পানে......
কত অজানারে জানার ইচ্ছেগুলো
মাথাকুটে মরে নিস্প্রান
গরাদের গায়....
ঘর তো ঘর নয় যেন বন্দীশালা!
হাতছানি দেয় নিয়ত বাহির
আয় আয় আয়...
আমি কান পেতে শুনি সে সঙ্গীত
নিঃশব্দ বোবা বাসনায়......
               *******
শুক্লা সান্যাল (২৭/৯/১৫)