নাম না জানা লতাটা তুমি আমি
দুজনে মিলে লাগিয়েছিলাম
বেড়ার ধারে....
আমাদের এক বিদেশিনী বন্ধু উপহার
দিয়েছিল....
বলেছিল যেমন গন্ধ তেমনই রূপ
এ ফুলের.....
তুমি বলেছিলে এর নাম দিলাম
মেমসাহেব....
আমি বলি ধ্যেৎ এখানে নিমাই ভট্চাযকে
ডেকে এনো না....
ফুল যদি ফোটে তখন নাম দেবো
সুইট মেমরি...
লতাটা বেড়েই চলেছে কুুঁড়িও
এসেছে অনেক....
শক্ত মিঠা নিমের কান্ডকে জড়িয়ে
ওপরে উঠছে.....
বড়বড় পাতা সূর্যের আলোয় যেন
আহ্লাদে গলে গলে পড়ছে
নবোঢ়া কিশোরী....!
ভাবি মেয়েরাও তো এমনই লতা!
একটা শক্ত গাছকে আশ্রয় করে
বাঁচতে চায়....
আহ্লাদে আদরে গলে গলে
পরম নিশ্চিন্ততায়....
গাছটায় ফুল ফুটেছে এখন!
সুবাসিত অঙ্গন আমার....
কিন্তু নামকরন করা হল না
তুমি ফুল ফোটার আগেই
ছেড়ে গছো আমায়......
তোমাকে জড়িয়ে আমার লতার মতো
বাঁচা হলো না....
কিন্তু নাম তো একটা দিতেই হয়
সে সুরভিত ফুলের....
আমি মনে মনে তার নাম দিয়েছি
"পোড়ারমুখী"।
*******
শুক্লা সান্যাল (২৫/৯/১৫)