আমার বন্ধ দরজার ওপাাশে
নিঃশব্দ পদচারণা শুনলে
ভয় পাই না....
ভাবি প্রেম আসছে নিভৃতে নীরবে!
হাঁচি টিকটিকি চোখের পাতার কাঁপন
নানা কুসংস্কারের জালে  
বদ্ধ নই আর....
বরং নতুন আবিষ্কারের গন্ধ পাই
রোদেলা দুপুর,জ্যোৎস্নাময়ী রাত্রি থেকে
অনাবিষ্কৃত রহস্যের জলসেচন করি....

জলের মাঝে বুদবুদ ওঠে
ছোট বড় অনেক.....
মিলিয়ে যায়
সব শূণ্য.......
শূণ্যতার বলয় ঘিরে
আবারও শূণ্যতা;
তবু হাল ছাড়ি না কিছুতেই
প্রেম ভালবাসা বিরহ কান্নাকে
দুহাতে আঁকড়ে ধরে
ভিজতে থাকি ভিজতেই থাকি
নতুন করে অঙ্কুরিত হবো বলে.....
       ++++++++++
শুক্লা সান্যাল (১২/৯/১৫)