ধূপ আর কর্পূরের গন্ধে সন্ধ্যার বাতাস
যখন আমোদিত হয়
শঙ্খধ্বনিতে সৃষ্টি হয়
সুরের আবহ....
কি এক অব্যক্ত অনুভূতিতে
ছেয়ে যায় মন..
সব কিছু রঙিন মনে হয়
তবে কি একেই মাটির স্বর্গ বলে?
ক্রমশ আঁধার গ্রাস করে
স্বপ্নের আমেজ...
চারপাশে যা কিছু রঙিন
আঁধারে মাখামাখি হয়ে
তখন সব শুধু কালো আর কালো......
-------------
শুক্লা সান্যাল (১৯/৮/১৫)