আমার পথ আছে ঠিকানা নেই
চলা আছে গতি নেই...
আমার এক আকাশ স্বপ্ন আছে
শিরদাঁড়াটা সোজা নেই
আমার প্রতিবাদের ভাষা আছে
কন্ঠনালীর ছিদ্র নেই
মা মাটি মানুষ আছে
তাদের কোন আব্রু নেই
শাসক আছে শোষকও আছে
শুধুমাত্র শাসন নেই
পেটও আছে ক্ষিধেও আছে
খুঁটে খাওয়ার অন্ন নেই
আদালত আছে আইনও আছে
আইনের কোন মূল্য নেই
প্রেম পীরিত সবই আছে
পরিনতির নিদেন নেই
পিদিম আছে তেল ও আছে
জ্বালিয়ে দেওয়ার মানুষ নেই।
--------------
শুক্লা সান্যাল( ১১/৮/১৫)