আমি নিজে কিছু লিখি না তো
লেখার কোন উপাদান আমার কাছে নেই
যা লিখি তা ধার করে
তোর কাছে....
তোর কথা বলার ভঙ্গি
আয়ত চোখের বঙ্কিম কটাক্ষ
মরালগ্রীবার দৃপ্ত বিভঙ্গ
সুললিত কন্ঠস্বর
মেঘবরন চুলের ঝালর
শ্যামলবরন রঙ আর হরিণীর মতো চলা
আকাশের মতো বিশাল হৃদয় তোর
তোর সাগর ছাপানো ভালবাসা।
আমি সেই অসীম অনন্ত আকাশে
রামধনু হয়ে জেগে আছি
লিখছি লিখেই চলেছি....
তুই ছড়িয়ে দিচ্ছিস তোর
ভূবন মোহিনী হাসি...
আমি এত লোভী ভাবছি
বাঃ এই হাসি নিয়েও তো
একটা কবিতা লেখা যায়....