নতুন কিছু লিখতে চাইছি
হচ্ছে না তো?
সেই পুরোনো গঁথ গতানুগতিক ধারা
থোড় বড়ি খাড়া....
কিন্তু নতুন কিছু পাই কোথায়?
লিখতে বসলেই সেই অতি পুরাতন তুমি
নবকলেবরে উপস্থিত...
নবরূপে প্রতিষ্ঠিত হওয়ার আনন্দে উদ্বেল!
ভাবনার গতি মোড় নেই অন্য পথে
থেমে যায় লেখা....

আসলে নতুন বলে কিছু নেই....
সবই পুরাতন স্মৃতির স্তম্ভে
আজন্মের লালিত বিলাস....
নতুন হয়ে নতুন করে বাঁচা
নতুন কিছু বলা.....
       ----------
শুক্লা সান্যাল।(১৯/৭/১৫)