আমার কোন দুঃখ নেই
নেই কোনও শোকও...
কারন ব্যক্তিগত দুঃখের সাথে
মেলাতে পারছি না বুভুক্ষু মানুষের
নাড়ীছেঁড়া কান্না....
শরীর ফিট রাখার জন্য একদিনের
শখের উপবাস আর
আর অসহায় নিরন্ন মানুষের
অনাহারের কান্নাটা কি এক?
যতই এড়িয়ে যাই না কেন
সে ক্ষিধের জ্বালা মিটবে কি?
সেখানে কি করে বড় হয়ে উঠবে
আমার ব্যক্তিগত দুঃখ?
যখন দুধের শিশুটার চিল চিৎকার থামাতে
অসহায় মাকে শরীর মেলে ধরতে হয়
রাতের টহলদার, জি আর পি এফ
কিম্বা আরও অনেক খদ্দেরের কাছে.....
আমি তখন অখন্ড পূণ্যার্জনের আশায়
লিটার লিটার দুধ ঢেলেছি
পাথরের মাথায়...
তাতে কি শিশুটির কান্না থেমেছে?
বলোতো এরপরেও কি করে পবিত্র
হয়ে উঠবে আমার দুঃখ?
আমার বুকের মাঝে বেজে চলেছে
অব্যক্ত এক বাঁশির সুর
আর আমি "ত্রিশঙ্কু" হয়ে ঝুলে আছি
না ছুঁতে পারছি মাটি
না এড়াতে পারছি ওই সব গুলো......
              ------------
শুক্লা সান্যাল (১৭/৭/১৫)