ঘুমোতে তো চাইছি ঘুম আসছে কই?
আমার বিনিদ্র রজনীর মধ্যযামে
প্রহরের ঘন্টা যখন বাজে
চোখ মেললেই দেখি
তুমি পেন্ডুলাম হযে দুলছো
চোখে মুখে আহ্লাদের ফোয়ারা!

কিন্তু আমি তো পারিনা তোমাকে ডাকতে
যে দুরত্ব আমাকে হাতছানি
দিয়ে ডাকছে
সেখানে তোমার অস্তিত্ব কোথায়?
তার চেয়ে বরং তুমি কবিতা হয়ে যাও
কবিতায় সব কিছু হয়..
----------------------