জীবনের মানে খুঁজতে নাজেহাল
গো গোঁসাই?
বড্ড ঝক্কি বাপু!
সে মানে তো একেক জনের কাছে
একেক রকম...
গরীব বলে আমাদের জীবনের
কোন মানে আছে নাকি?
বিত্তবানদের জীবনের মানে
রোজ বদলায়...
তপস্বীর জীবনের মানে খোঁজা
আমার কম্মো নয়...
সে কখনো পরমব্রহ্মে লীন
তো কখনো নীলিমায় নীল!
আমরা সাধারন
আমাদের উদভ্রান্ত জীবনের
এলোমেলো অবস্থান!
কি তার মানে বলতো গোঁসাই?
গোঁসাই আমার হেসে বলে-
জীবন তো একটা প্রবাহ গোঁসাই!
যখন যেভাবে যে খাতে বয়
জীবনের মানেও সেভাবে
বদলে বদলে যায়.....