বেলা গড়াতে থাকলেই গাঁয়ের
বৌ ঝিয়ের সন্ধ্যা বাতি জ্বালার
ধূম পড়ে....
চুল বেঁধে গা ধুয়ে পরিপাটি
কপালে মস্ত একটা টিপ
শঙ্খধ্বনিতে আলোড়িত হয় বাতাস
এটা ওদের গল্প...
সুবল বোস্টমের আখড়ায়
শুরুহয় হরিনাম
বাজে মৃদঙ্গ করতাল
ভাবে বিভোর ভক্তদের গাল
বেয়ে নামে প্রেমাশ্রু....
আহা কি জীবন!
এটাও তো তাদের গল্প?
আমার কোন গল্প নেই..
নদীপাড়ে বসে ঢেউ গুনি
পতিত জমিতে ফসল ফলানোর
স্বপ্নে নখ দিয়ে মাটি খুঁড়ি....
ঝপ করে সন্ধ্যা নামে
চারিদিক ঘোর অন্ধকার....
-----------