যক্ষপ্রিয়া
--------
তোর বৃষ্টি ভাল লাগে না?
এমনটি ছিলি না তো তুই....
কি করে এত বেরসিক হলি?
অথচ কোন এক সময়
বর্ষা ভেজা সন্ধ্যায়....
আমার বুকের মাঝে যখন রবীন্দ্রনাথ
তুই তখন মজে আছিস কালিদাসে
মুদিত চক্ষু ধ্যানমগ্ন মৌনীতাপস
বলতিস কানপেতে শোন..
নবরত্ন সভায় কালিদাস "মেঘদূত"
পড়ছেন...
ছেঁড়া ছেঁড়া আষাঢ়ের মেঘ দেখে
তোর উচ্ছ্বাস দেখেছি
বলতিস..
এই মেঘগুলো রামগিরি থেকে
অলকাপুরী যাচ্ছে.
বিরহীর বার্তাবাহক....
অথচ আজ তোর কোন ভাবান্তর নেই
কতশত মেঘ তো উড়ে গেল
এই ক বছরে...
একবার ফিরে চাইলে দেখতিস
আমি "যক্ষপ্রিয়া" হয়ে গেছি.....
+++++++
শুক্লা সান্যাল (২৬/৬/১৫)
.