আঁধার গ্রাস করলো কি তোকে
না নিজেই বেছে নিলি অন্ধকার জীবন?
আমি কিন্তু শুনতে পাই
তোর বোবা কান্না!
গুমড়ে মরে আঁধারের বন্ধ কারাগারে
বেড়িয়ে আসতে চায়
তোর কাঙ্খিত চাওয়া গুলি....
কিসের এত জেদ তোর
কিসের অভিমান?
বেড়িয়ে আয় না আঁধার কেটে
সোনালী একটা সকাল নিয়ে?
দেখবি খেলার সব সরঞ্জাম সাজিয়ে
বসে আছি শুধু তোরই অপেক্ষায়.....