তোর আলবেট কাটা চুলের বেণী
আলতা রাঙা পা
লাল রঙে তোর ঠোঁট রেঙেছে
হলুদ মাখা গা।
নীলাম্বরী শাড়ি যে তোর
সবুজ অবুঝ মন
গোলাপী তোর প্রেমের আভা
বাঁধ ভাঙা যৌবন।
স্বপ্নগুলো আঁকা আছে
তোর চোখের কাজলে
উড়িয়ে আঁচল আয়না ছুটে
এ দুরন্ত বাদলে।
ঝমঝম ঝম ঝরুক বাদল
ময়ুর পেখম তুলে
তুই আর আমি ভেসে যাবো
প্রেম দরিয়ার জলে।