সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কোনদিন
নিতে পারিনি
আজও পারিনা...
সুযোগ হাতছাড়া হয়ে যাবার পর
হাত কচলেছি...
কারোর বাড়ানো হাত অবহেলায়
ছাড়িয়ে নিয়ে...
যে হাত গুটিয়ে রয়েছে তার পায়ে
মাথা কুটেছি...
জীবন ভর খেসারত দিয়ে
চলেছি তার...
জানিনা এ আমার ভূল না বোকামি
নাকি আবেগ?
দুটো শূন্য হাত ছাড়া আর কিছুই
তো নেই...
সময়ের হিসাব বড় জটিল গোঁসাই!
খেসারত দিতে হবে বৈকি?
+++++++
শুক্লা সান্যাল (১৬/৬/১৫)