আজ প্রথম বৃষ্টি এল ঝমঝমিয়ে
অনেক সাধ্য সাধনার পর...
তোকে নিয়ে ভিজতে চাই
মুষলধারার মাঝে....
বড় রুক্ষ হয়ে গেছিস আজকাল
বড়  শুষ্ক  নিরেট  নীরস!
তোর কি ইচ্ছে করে না ভিজতে?
বৃষ্টির অবিরাম ধারায় ভিজে
নিজেকে একটু  সতেজ একটু সবুজ
করে নিতে?

আয় না আজ একটু ভিজি....
তোর রুক্ষ চুলের জটাভার
এলিয়ে দে...
আমি গঙ্গা হয়ে নামি তোর
জটাজাল বেয়ে...
আয় না ভিজি?
দ্যাখ না আমার বুকের মাঝে আজ
চেরাপুঞ্জি...
পরানবীণায় বাজছে মেঘমল্লার!
আয় না....
দুজনে নিবিড় হয়ে ভেসে যাই
মেঘ পরীদের দেশে?
     --------------
শুক্লা সান্যাল  (১৩/৬/১৫)