ভালবাসা যদি রোগ হয়
তবে সে রোগে ভুগছি আমি অনেককাল...
প্রথম ভালবেসেছিলাম মায়ের লালটিপ
বাবার দরাজ হাসি....
যে বৃষ্টি প্রথম ভেজালো চোখের পাতা
আমি তাকে ভালবেেসছিলাম
ভালবেসেছি সবুজ বন,খোলা মাঠ
আর দুরন্ত হাওয়া...
ভালবেসেছি বিলের জলে দুপুর রোদে
চিকিমিকি খেলা
রুপোলী মাছের তিড়িংবিড়িং নাচ
ভালবেেসছিলাম প্রথম ভোরের কাকলি
পোষা পায়রার বকম বকমও
ভালবেসেছিলাম, বেসেছিলাম ভাল..

সেই শুরু সব্বনেশে রোগের...
তারপর যখন তোমাকে দেখলাম?
সে রোগ মাথাচাড়া দিয়েউঠল..
ভালবাসলাম তোমাকে ভালবাসি আজও
এ রোগ সারে না গো?
আমি ভুগছি যে রোগে
সে রোগে ভুগবো ভুগতেই থাকি যেন
অনন্তকাল.........