জীবনটা বড় প্রহেলিকা হে
বড় বেশী আলো আঁধারীর খেলা
বুঝতে না বুঝতে কেটে গেল দিন
এখন তো সাঁঝের বেলা।
হেঁয়ালীতেই কেটে গেল দিন
না বুঝলো সে আমাকে?
কিসের এত ছটপটানি
আমিও কি বুঝেছি তাকে?
বোকার মতো প্রশ্ন করি
জীবন তুমি কার?
জীবনকে যে ভালবাসে
আমি শুধুই তার!
-----------