সেভ দ্য আর্থ"
পরিবেশ দূষণ রোধে  ব্যানার ঝুলছে
বড় রাস্তার মোড়ে মোড়ে...
মিছিল চলছে, চলছে স্লোগান
কাগজে কাগজে কত বিজ্ঞাপন!
"বিশ্ব পরিবেশ" দিবস আজ

পরিবেশ কে সুস্থ রাখার দায়িত্ব
কি পরিবেশের?
দূষিত পরিবেশের বিষবাষ্পে
পৃথিবীর শ্বাসকষ্ট আজ
তবুও কি জাগবে না মানুষ?

ওগো তোমরা জাগো!
পরিবেশ বাঁচাতে হলে আগে
তোমরা "মানব দূষণ" রোধে
সোচ্চার হও...
পরিবেশ বাঁচবে তবে
বন্ধ হবে পৃথিবীর " ইন হেলার" নেওয়া.....
         ---------------
শুক্লা সান্যাল (৫/৬/১৫)