অস্থির  সময়, অসভ্য রাজনীতি
অশান্ত  হৃদয়....
বড় ধন্দে পড়েছি গোঁসাই?
রাজনীতি বুঝিনা বলে
ফোড়ন কাটিনা
তবু সচেতনতা অস্থির করে তোলে
প্রতিবাদী হতে ভয় পাই!
প্রানটা প্রিয় বলে...
আষ্টে পিষ্টে চেপে ধরে অস্থিরতা
অন্যায় সহ্য করার অন্যায়ে...
ক্ষতবিক্ষত হয় অন্তরাত্মা!
অদ্ভূত এক অস্থিরতায় কাটে সময়!

নিজেকে ক্ষমা করবো কিভাবে?
পরিভাষা খুঁজে ফিরি বিশ্বকোষের
পাতায় পাতায়.....
          -------------
শুক্লা সান্যাল (২৯/৫/১৫)