আমার অভিমানী স্বপ্নেরা আর আসে না
অভিমান হয়েছে ওদের...
অনাবৃষ্টিতে শুষ্ক হৃদয়ের তপ্ত নিঃশ্বাসে
ক্লান্ত ওরা
তেমন করে ডাকতেও পারিনা ওদের
ওরা বড় স্পর্শকাতর....
হয়তো ওরাএখন গিয়ে ভিড়েছে
মেঘবালিকাদের দলে!
ওখানে জলভারে আনত মেঘেদের
সাথে পাল তুলে ভেসে বেড়াচ্ছে
দূরে দূরান্তরে!
যেখানে কুহু ও কেকার যুগলবন্দী
ধরেছে তান...
ওরাও সঙ্গত করছে সেখানে!
আমি মান ভাঙিয়ে ঠিক একদিন
নিয়ে আসবো ওদের
যেদিন ঝমঝমিয়ে ঝরবে ধারাপাত
সেদিন....
"আষাঢ়স্য প্রথম দিবসে"?