বিবর্ণতায় ঢেকেছে পৃথিবী ধূসর মলিন
শুধু তার বুকের মাঝখানটি দিয়ে
বয়ে চলেছে.......
লাল রক্তের স্রোত
উন্মাদ উন্মত্ত মানুষ তাতেই ঝাঁপ দিচ্ছে
উল্লাসে চীৎকার করে বলছে
"দুনিয়া রঙ্গিন হ্যায়"
হায়রে মানুষ......
প্রকৃতির রোষে কিম্বা পরিতোষে
তাদের কি আসে যায়?
কোথাও ভূমিকম্প, তো কোথাও মহামারী
কোথাও বা গোষ্ঠীদ্বন্দ্বে স্বজন হত্যার
নারকীয় উল্লাস...
তবু এ ধ্বংসলীলা এ বিবর্ণতায়
মানুষের নেই কোন হেলদোল
পায়ের নীচে মাটিটা যখন সরে গেছে
তখনও সে....
গলার জোরে স্বঘোষিত সম্রাট
"আমি মানুষ আমি সব পারি"
প্রকৃতির ঠোঁটে তখন একচিলতে
ক্রুর বাঁকা হাসি........