বসন্ত বিদায় নিচ্ছে বলে কি
তোমার মন খারাপ বাসন্তিকা?
কিন্তু এতো চিরবিদায় নয়.....
ফি বছরে নবরূপে সে আসে
নতুন বর্ণে গন্ধে মাতোয়ারা
তোমার বিচ্ছেদের গ্লানি যায় মুছে
তুমিও রঙিন হয়ে ওঠো...
আমার জীবনে যেদিন প্রথমবার
বসন্ত এসেছিল....
স্মারক হিসেবে বসন্ত বৃক্ষ রোপন
করেছিলাম....
দু চারটে কচিপাতা যে গজায়নি
তা নয়.?
তারপর থেকেই খরা
পাতা গুলো ঝরে গেছে দাবদাহে
অঢেল বারি সিঞ্চনেও সে জাগলো না
আমার বসন্ত গভীর ঘুমের দেশে..
দুয়ার খুলে বসে থাকি রোজ;
বসন্তের ঘুম ভাঙে যদি আজ....