বন্ধুত্ব সর্বত্রই সুলভ
মহার্ঘ্য ! বলা যায় শ্রেষ্ঠ পাওয়া
কোন আত্মীয়তার সম্পর্ক নেই
নেই রক্তের বন্ধন...
তবু সে আত্মার ভাগীদার
হৃদয়ের পরম ধন...
স্বার্থগন্ধের লেশমাত্র নেই
নেই কোন ধন্যবাদ জ্ঞাপন
সবার উর্দ্ধে বন্ধুত্বের দাবী
একান্ত ভালবাসার জন....
কিন্তু বন্ধুত্ব রক্ষা করাই বড় কঠিণ....