আমার পালাবার পথ আছে
যম ও পিছে নাই..
তবু কেন অদৃশ্য গোলকধাঁধায়
ঘুরে মরছি?
পালাতে পারছি কই!
অতি পরিচিতের মুখেও
সন্দেহের ঘোর আস্তরন
ভাবনাগুলোও ধোঁয়াটে অবয়ব হীন
নিজের কাছে নিজেই এক রহস্য

যেটাকে এতদিন পথ ভেবেছিলাম
সেটা আসলে পথ নয়
প্রহেলিকা.....