আমার খোলা জানালার উপর
গুচ্ছ গুচ্ছ ফুল নিয়ে
ঝুমকো লতা দোলে...
মৌটুসি পাখীটা তার উপর
দুলে দুলে মধু খায়...

ভালবেসে ডাকি ওকে রোজ
আয়না আমার কাছে?
অনেক ভাল বাসবো আমি তোকে!
সোজা সাপটা জবাব দিল সে...
ভালবাসা?
ওটা তোমরা ভূলেছো
না জানি কোন ফাঁদ পাতা আছে?

শেষে গান গাইতেই ভূলে যাবো আমি..