আমার ভাঙাচোরা আকাশ আর
অদৃশ্য বর্ণমালা গুলোকে সাজিয়ে
কথা বলি তোমার সাথে...
কল্পনার তুলি দিয়ে শূণ্য ক্যানভাসে
জলরঙে আঁকি তোমার পূর্ন অবয়ব
জানি একদিন তুমি জাগবেই...
সেদিন কি দিয়ে তোমায়
অভ্যর্থনা জানাবো সখা?
কাকচক্ষু সরোবরের দুটো মুক্তো ছাড়া
আর কিইবা আছে আমার?