তোমার বয়স হয়েছে বলে ভেবো না
তুমি নিরাপদ...
তুমি শিশু তাতে কী?
তুমিও নিরাপদ নও
তোমাদের একটাই পরিচয়
তোমরা নারী...
তোমরা বাস করছো এমনই স্বর্গরাজ্যে
যেখানে পুরুষ বলদর্পে তোমাদের
ছিঁড়ে কুঁড়ে খায়...
সেখানে তোমরা কেউ মা নও, কন্যা নও
ভগিনী নও কোন বৃদ্ধা সন্ন্যাসিনীও নও
তুমি শুধু নারী
ভোগের সামগ্রী...
এরপর কি কোন সন্ন্যাসিনী:মন
খুলে বলতে পারবেন...
"মে গড ব্লেস ইউ মাই চাইল্ড"
কিংবা ধরো না কেন সেই নাবালিকা
পাঠ্য পুস্তকের সমস্ত সিলেবাসে
জল ঢেলে পরীক্ষার খাতায় যদি
লিখে রেখে আসে...
"অতীতে পুরুষ নামে একটি প্রজাতি ছিল
এখন তাহাদের রাক্ষস নামে অভিহিত
করা হয় "
খুব কি ভূল হবে?