কবিতা তোমার জন্য আমি ঘর ছাড়া
পথহারা পথিক....
শব্দের গূঢ়তা দিয়ে চাইনি তোমায়
ছন্দ অলংকারেও সাজাবার দক্ষতা
আমার নেই...
নেই কোন প্রতীকী ব্যঞ্জনা
যাতে তুমি রহস্যময়ী হয়ে ওঠো
অকারন শব্দের বাহুল্যে ব্যাহত
হয়নি তোমার পথচলা....
সহজ সরল স্বচ্ছ তটিনীতুমি কবিতা!
আমি নিরন্তর কান পেতে শুনি
তোমার কুলুকুলু ধ্বনি...
দুর্বোধ্যতার নাগপাশে জড়িয়ে বিব্রত
করিনি তোমায়...
তোমাকে জড়িয়ে বাঁচতে চেয়েছি শুধু
কবিতা তুমি আমার ভালবাসা!