তোমার রক্তস্নানে ভিজল দেশের মাটি
আরও একবার গভীর যন্ত্রনার সাথে
মাতা ধরিত্রী লজ্জায় কুঁকড়ে...
সেঁধিয়ে যেতে চাইল গভীর অতল অন্ধকারে...
তোমার রক্তঋণ শোধের দাবীতে
দেশ আজ উত্তাল...
শ্লোগান উঠছে আকাশ চিরে
রক্তঋণ শোধ হবে অপরাজেয়!
ব্যর্থ হবে না তোমার রক্ত...
তুমি রক্তবীজ হবে অপরাজেয়!
তোমার রক্তে জন্ম নেবে
হাজার হাজার রক্তবীজ...
সেদিন ঘাতকেরখড়্গ নয়
নয় নপুংসক প্রসাশনের নিঃস্পৃহতা
সেদিন উঠবে ঝড়...
যে ঝড়ে সমূলে উৎপাটিত হবে
মৌলবাদ...
ধ্বংস হবে মৌলবাদীর দল
যাতে ধরিত্রীকে আর কোনদিন
সন্তানের রক্তে স্নান করতে না হয়...