"দূর্লভ মনুষ্য জন্ম " এই সত্যটাই
মেনে চলেছি এতকাল....
আকাশে অসংখ্য নক্ষত্ররাজিকে
প্রশ্ন করি...
সত্যিই কি আমরা মানুষ?
দূর্লভ মনুষ্য জন্ম?
উত্তর গুলো প্রশ্ন হয়েই ফিরেআসে
বারবার....
আমার প্রশ্ন আমার অস্থিরতা তিষ্ঠোতে
দেয় না আমাকে...
চরাচর বিস্তৃতঅন্ধকারের মাঝে
নদী পাড়ে গিয়ে বসি..
জ্বলে উঠলো আলো অন্ধকার গেল ঘুচে
মাঝখানে অগ্নিকুন্ডকে রেখে ওরা
গোল হয়ে নাচছে...
ওরা গাইছে...
একই সাথে আবাহন ও আহুতি
প্রার্থনা ও সমর্পন...
আমি চীৎকার করি...
কে তোমরা?
হাওয়াই ভেসে আসে প্রত্যুত্তর
আমরা কামদুনি, বারাসাত, পার্কস্ট্রীট..
আমরা প্রতিবাদ, আমরা বুদ্ধিজীবী
আমরা শতসহস্র নিপীড়িত মানুষ....
ওরা এখন নতজানু
মন্ডলাকার জ্যোতির্ময়ের সামনে
করজোড়ে প্রার্থনা করছে...
রাত্রির নিস্তব্ধতাকে খানখান করে
ওরা গাইল...
প্রভু!"মনুষ্য জন্ম দিও নাকো আর"।